 
      হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। প্রতিনিয়ত এখানে কয়েকশ কোটি বার্তা আদানপ্রদান হয়। ব্যবহারকারীরা গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখেন, কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে যায় বা দীর্ঘ সময় পার হয়ে গেলেও ‘সিন’ করা হয় না।
এই সমস্যার সমাধান হিসেবে হোয়াটসঅ্যাপ এনেছে নতুন ফিচার ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট মেসেজ পরে দেখার জন্য নিজেদের সুবিধামতো সময়ে রিমাইন্ডার সেট করতে পারবেন।
ফিচারটি ব্যবহার করে কোনো চ্যাটের নির্দিষ্ট মেসেজে রিমাইন্ডার সেট করলে, মেসেজটির পাশে একটি বেল আইকন দেখা যাবে। নির্ধারিত সময়ে স্ক্রিনে নোটিফিকেশন হিসেবে মেসেজটি প্রদর্শিত হবে এবং বেল আইকনও স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। এর ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো চিহ্নিত রাখা আরও সহজ হবে।
হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে আরও বেশি ব্যবহারকারী এই সুবিধা পাবে। আপাতত আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাচ্ছেন, তবে সম্প্রতি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্যও টেস্টিং শুরু হয়েছে।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
