 
      বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক অমূল্য রত্ন, 'মাধবপুর লেক'। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের বুক চিরে সৃষ্ট এই লেক আজ এক অনন্য পর্যটন স্বর্গে পরিণত হয়েছে।
মাত্র ৭.৯৮ একর আয়তনের এই জলাশয়, অথচ তার চারপাশের দৃশ্য যেন অসীম সৌন্দর্যের এক চিত্রকর্ম। সুউচ্চ পাহাড়, দিগন্তজোড়া চা বাগান আর নীল আকাশের প্রতিফলন, সব মিলিয়ে মাধবপুর লেক প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নের ঠিকানা।
শীতকালে পর্যটকের ভিড় বাড়ে কয়েকগুণ। প্রতিবছর লক্ষাধিক মানুষ ভিড় জমায় এখানে। স্থানীয়রা বলছেন, 'অবকাঠামোগত উন্নয়ন আর পর্যটনবান্ধব উদ্যোগ নিলে এই লেক হয়ে উঠতে পারে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর একটি।'
তবে পরিবেশবিদদের সতর্কবাণী, প্রকৃতির এই রূপকে টিকিয়ে রাখতে হলে পর্যটকদেরও হতে হবে দায়িত্বশীল।
কিভাবে যাবেন? ঢাকা থেকে ট্রেন কিংবা বাসে শ্রীমঙ্গল বা কমলগঞ্জ, সেখান থেকে সিএনজি বা প্রাইভেট কারে পৌঁছে যাবেন এই নয়নাভিরাম লেকে। আর থাকতে চাইলে আশেপাশের রিসোর্টগুলো আপনার জন্য প্রস্তুত।
নিশ্চুপ সবুজ পাহাড়ের বুকে, পাখির কিচিরমিচির আর স্বচ্ছ পানির ঝিলিক,মাধবপুর লেক যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস।
শান্তি, স্নিগ্ধতা আর অপার সৌন্দর্যের খোঁজে, আপনার পরবর্তী গন্তব্য হতে পারে এই মাধবপুর লেক।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
