 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          রাজধানীর ঢাকায় রাজউকের প্লট দুর্নীতি সংক্রান্ত তিনটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই শুনানি চলমান। আজ মোট সাতজন সাক্ষী তাদের জবানবন্দি দিচ্ছেন। সাক্ষ্যগ্রহণ শেষে জয় ও পুতুলের মামলায় একই সাক্ষীরা পুনরায় তথ্য প্রদান করবেন।
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় সহকারী পরিচালক (এস্টেট ও ভুমি-৩) ধীরাজ চন্দ্র বর্মন সাক্ষ্য দিচ্ছেন। অন্যান্য সাক্ষীর মধ্যে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. মাহবুবাহ রহমান, সহকারী পরিচালক অসীমশীল, উল্লাস চৌধুরী, সৌরভ দাস, আক্তার জাহান ও শফিকুল ইসলাম।
এর আগে মামলার প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান।
অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়া হয়েছে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে।
দুদুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩১ জুলাই আদালত তিনটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
 আইন-আদালত ডেস্ক
                     আইন-আদালত ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
