 
      ঐতিহাসিক বিরতির পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর প্রকাশ করেছে নতুন পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে বুকসর্টার পদে ৩৩ জন) সরাসরি নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিটি ৪ আগস্ট ২০২৫ থেকে অনলাইনে আবেদনগ্রহণ শুরু করেছে এবং ২ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত স্থায়ী থাকবে। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশিত পুরনো বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের ক্ষেত্রে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এই পদে নিয়োগ প্রার্থীদের যে কোনো স্বীকৃত মাধ্যমিক / সমমান পাশ থাকতে হবে এবং বয়স ১ জুলাই ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। আবেদন করার জন্য শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ গ্রহণযোগ্য, অন্য কোনো মাধ্যম (ডাক, নিজে দিয়ে ইত্যাদি) গ্রহণযোগ্য নয় চাকরির খবর। আবেদন ফি নির্ধারিত: ৫০ টাকা + ৬ টাকা টেলিটক সার্ভিস চার্জ—সর্বমোট ৫৬ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
