এবার ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক
ছবিঃ বিপ্লবী বার্তা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


সোমবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।


এর আগে সকালে কারাগার থেকে আতিকুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। পরে উত্তরা পশ্চিম থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।


মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকার সড়কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী তাজুল ইসলাম। এই ঘটনায় দায়ের করা মামলায় ডিএনসিসির তৎকালীন মেয়র আতিকুল ইসলামের নাম আসামির তালিকায় রয়েছে।


আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তে আতিকুল ইসলামকে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত করা হয়। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে উল্লেখ করেছে পুলিশ।


এদিকে আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় যখন পুলিশ তাকে নিচে নামাতে চাইলে কিছু উপস্থিত ব্যক্তি দাবি করেন, ‘তাকে যেন হেঁটে নামানো হয়।’ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিরাপদে তাকে হাজতখানায় ফিরিয়ে নেয়।


আতিকুল ইসলামের আইনজীবী মোর্শেদ হোসেন বলেন, “১৭ মামলায় আটক হয়ে আতিকুল ইসলাম এখন কারাগারে রয়েছেন। তিনি একজন সফল ব্যবসায়ী ও জননির্বাচিত জনপ্রতিনিধি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।”