 
      চলচ্চিত্রের জনপ্রিয় মুখ, অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সাম্প্রতিক দিনগুলোতে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। কিন্তু অভিনয় নয়, বরং তার ব্যক্তিগত জীবন নিয়ে।
কয়েক দিন ধরেই গুঞ্জন উঠেছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে ভাঙনের সুর বেজেছে পূর্ণিমার দাম্পত্য জীবনে। এমনকি বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন সংবাদমাধ্যমও সেই খবরে চটকদার শিরোনাম দিয়ে প্রচার করে আর তাতেই শুরু হয় বিভ্রান্তি ও আলোচনার ঝড়।
কিন্তু এরপরই বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন পূর্ণিমা।সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,এই খবরটি সম্পূর্ণ অসত্য।“আমি ও আমার স্বামী সুখে আছি। এই ধরনের গুজব আমাকে সত্যিই বিস্মিত করেছে।”
কিছুদিন আগে পূর্নামার দেয়া এক ফেসবুক স্ট্যাটাস থেকে এই গুঞ্জনের সূত্রপাত। সেখানে পূর্ণিমা লিখেছিলেন, “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”
এই পোস্টের পর থেকেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা।তবে গুজব থামাতে পূর্ণিমা ২২ অক্টোবর স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন, তবুও থামেনি আলোচনা।
পরে পূর্ণিমা নিজেই এর ব্যাখ্যা দেন। তিনি বলেন, 'স্ট্যাটাসটি আসলে জীবনের অভিজ্ঞতা ও কৃত্রিম বন্ধুদের নিয়ে লেখা, এর সঙ্গে ব্যক্তিজীবনের কোনো সম্পর্ক নেই।'
২০২২ সালের মে মাসে রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। এর আগে ২০০৭ সালে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন তিনি, তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
