 
      বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মালাইকা অরোরা বরাবরই তার ফিটনেস, সৌন্দর্য এবং স্টাইলের জন্য সমাদৃত। তবে তার বয়সকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নেটিজেনদের মধ্যে চলছিল বিতর্ক। সম্প্রতি ২৩ অক্টোবর কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন মালাইকা এবং সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্টও করেন তিনি।
জন্মদিনের কেকের ওপর স্পষ্টভাবে লেখা ছিল ‘৫০’, যা দেখে নেটিজেনদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকেই জানতে চাচ্ছেন, যদি ২০১৯ সালে তিনি ৪৬তম জন্মদিন পালন করে থাকেন, তাহলে ২০২৫ সালে তার বয়স কীভাবে ৫০ হতে পারে। তবে মালাইকা নিজেই সামাজিক মাধ্যমে এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন । সেখানে তিনি লেখেন, ‘আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ।’ এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই নিজের বয়স ৫০ বলে দাবি করেছেন।
এদিকে মালাইকার বোন, বলিউড অভিনেত্রী অমৃতা অরোরা, মজার ছলে লিখেছেন, “গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।”
ভক্তরা বলছেন, 'মালাইকার সৌন্দর্য, ফিটনেস এবং আত্মবিশ্বাস তার বয়সকে শুধু একটি সংখ্যা হিসেবে পরিণত করেছে। তার স্টাইল ও উজ্জ্বল ব্যক্তিত্ব দেখিয়ে দেন যে বয়স কখনোই কারো আনন্দ, ক্যারিয়ার বা আত্মবিশ্বাসের অন্তরায় হতে পারে না।'
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
