 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে নতুন সংযোজন ‘বাংলার প্রগতি’ প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করেছে। আজ (২৭ অক্টোবর) চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বার্থ থেকে এটি বাণিজ্যিক যাত্রা শুরু করেছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, জাহাজটি বিদেশি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রতিদিন ২০ হাজার মার্কিন ডলার আয় হবে।
নতুন এই বাল্ক জাহাজ ১৯৯ মিটার দীর্ঘ, ৩৩ মিটার প্রস্থ ও ১৮ মিটার গভীরতার, এবং ৬৫ হাজার টন পণ্য পরিবহন করতে সক্ষম। জাহাজটির প্রধান ইঞ্জিন জার্মান লাইসেন্সের অধীনে নির্মিত, চীন সংযোজিত; পাম্প স্পেনের এবং কম্প্রেসার নরওয়ের।
এর পূর্ব নাম ছিল ‘এসসিএল জেমিনি’, এবং আগে এটি মার্শাল আইল্যান্ডের পতাকা বহন করত। এখন ‘বাংলার প্রগতি’ নাম দিয়ে বাংলাদেশি পতাকা বহন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
