 
      এল ক্লাসিকো মানেই আবেগ, উত্তেজনা আর রোমাঞ্চে ভরা এক লড়াই। রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেই পুরোনো উত্তাপ যেন ফিরে এলো আবার। মেসি-রোনালদো যুগের সেই আগুনঝরা আবহে মুখোমুখি হলো রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা।
মৌসুমের প্রথম ক্লাসিকোতেই প্রতিশোধের মঞ্চ তৈরি করে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে সব ম্যাচেই হেরেছিল তারা, কিন্তু এবার দৃশ্যটা একেবারে উল্টো। ম্যাচের ২২ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। বেলিংহ্যামের দুর্দান্ত এক থ্রু বল ধরে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ডি-বক্সে ঢুকে নিখুঁত ফিনিশ—আর তাতেই উল্লাসে ফেটে পড়ে বার্নাব্যু।
তবে পিছিয়ে থাকলেও হাল ছাড়েনি বার্সেলোনা। ৩৮ মিনিটে রাশফোর্ডের পাস থেকে ফেরমিন লোপেজ গোল করে ম্যাচে সমতা ফেরান। কিন্তু কাতালানদের এই আনন্দ বেশিক্ষণ টিকেনি। মাত্র পাঁচ মিনিট পরই বাঁ দিক থেকে ভিনিসিউসের বাড়ানো বলে মিলিতাওয়ের হেডে তৈরি হয় সুযোগ, আর সেই বল ফাঁকা জালে পাঠিয়ে দেন জুড বেলিংহ্যাম। ইনজুরি কাটিয়ে ফেরার পরই এমন পারফরম্যান্স। তাই বলা যায়, নিশ্চিতভাবেই ম্যাচের নায়ক এই ইংলিশ তারকা।
প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেলেও বল আর জালে জড়ায়নি। শেষ দিকে বাড়তি সময়ের নাটক। চুমামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সেলোনার পেদ্রি। এরপর টাচলাইনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এভাবেই উত্তেজনার মধ্যেই শেষ হয় এল ক্লাসিকো।
এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে টানা পরাজয়ে চাপে বার্সেলোনা।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
