 
      বলিউডের তিন খান—শাহরুখ, সালমান আর আমির। দীর্ঘদিন ধরেই এদের দাপটেই চলছে মুম্বাইয়ের ইন্ডাস্ট্রি। কিন্তু এবার একে একে এই তিন তারকাকে একহাত নিচ্ছেন ‘দাবাং’-খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। সালমান ও শাহরুখের পর এবার তার সমালোচনা আমির খানকে নিয়ে।
প্রায় তিন দশকের ক্যারিয়ারে ‘লাগান’, ‘থ্রি ইডিয়টস’, ‘দঙ্গল’সহ অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন আমির। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও পেয়েছেন প্রশংসা। তবু অভিনব কাশ্যপের চোখে এই ‘মিস্টার পারফেকশনিস্ট’ নাকি বলিউডের সবচেয়ে ধূর্ত শেয়াল!
অভিনব বলেন, “আমির সালমানের চেয়েও বেশি চালাক ও ম্যানিপুলেটিভ। পরিচালকদের ওপর প্রভাব খাটানোর সংস্কৃতি তার হাত ধরেই শুরু।”
এমনকি অভিনব দাবি করেন, “আমিরের সঙ্গে আমি ২–৩টা বিজ্ঞাপনে কাজ করেছি। লোকটা ভীষণ খুঁতখুঁতে, সবকিছুতেই নাক গলায়।পরিচালনা থেকে সম্পাদনা পর্যন্ত!”
অভিনব এখানেই থেমে থাকেননি। তার অভিযোগ, আমির নাকি প্রভাবশালী মানুষদের প্রলুব্ধ করে তাদের দুর্বলতা কাজে লাগান! তবে কেন এই কটাক্ষ—সে বিষয়ে মুখ খোলেননি কাশ্যব।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
