 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          দেশজুড়ে শেষ রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনের বেলায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। ঢাকায়ও কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েছে। তবে আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে শিগগিরই।
আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’ ধেয়ে আসছে।
বিডব্লিউওটির এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, চলতি মাসের ২৮ বা ২৯ অক্টোবর থেকে ‘আঁখি’ সক্রিয় হতে পারে। এতে দেশের অধিকাংশ এলাকায় কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই বৃষ্টিবলয়কে “খুবই শক্তিশালী” বলে উল্লেখ করেছে সংস্থাটি। এর ফলে দেশের অনেক অঞ্চলে ভারী থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।
এরইমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি আরও শক্তিশালী হয়ে ২৭ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মন্থা’, যা থাইল্যান্ডের দেওয়া নাম। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি ‘সিভিয়ার সাইক্লোন’ পর্যায়ের ঘূর্ণিঝড় হতে পারে।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
