 
      জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হলে নির্বাচনী কার্যক্রম শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থাৎ ৩১ অক্টোবরের মধ্যে সনদে স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় রয়েছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্বাধীন প্রতিনিধিদল জুলাই সনদের আইনি নিশ্চয়তা চেয়েছেন।
এনসিপি দাবি জানিয়েছে, সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টা বিশেষ সাংবিধানিক আদেশ জারি করুন। পাশাপাশি দলটির রয়েছে তিনটি শর্তও। শর্তগুলো হল, সনদ বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ টেক্সট ও গণভোট প্রশ্ন আগে প্রকাশ, গণভোটে জনগণের রায়ই হবে চূড়ান্ত, রায়ের ভিত্তিতে পরবর্তী সংসদ সংবিধান সংস্কার করবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি। বিষয়টি চূড়ান্ত হলে দল নির্বাচনী কার্যক্রম শুরু করবে।”
দলীয় সুত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতেই প্রার্থী চূড়ান্ত করতে পারে এনসিপি। তবে নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে এখনো আলোচনা চলছে। সম্ভাবনা রয়েছে দলটি বিএনপি ও জামায়াতের বাইরে থেকে তৃতীয় একটি জোটে অংশ নিতে পারে অথবা এককভাবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
 
                      
                                 
                                 
                                 
                                 
                                
