 
      কোকেন পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ তুলে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এর আগে গত মাসে তাঁর মার্কিন ভিসা বাতিল করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, পেত্রো ক্ষমতায় আসার পর কলম্বিয়ায় কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, “এসব কোকেন বানের পানির মতো যুক্তরাষ্ট্রে ঢুকে আমাদের নাগরিকদের বিষ দিচ্ছে,” ।
বেসেন্ট আরও বলেন, প্রেসিডেন্ট পেত্রো মাদকচক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে তাদের কার্যক্রম বাড়তে দিয়েছেন। তাই যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে।
অভিযোগ অস্বীকার করে পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর যা বলেছে তা মিথ্যা। আমার সরকার কোকেন উৎপাদন বাড়ায়নি, বরং ইতিহাসে সবচেয়ে বেশি কোকেন জব্দ করেছে।”
শুধু প্রেসিডেন্ট পেত্রোই নয়, তাঁর স্ত্রী, ছেলে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আর্মান্দো বেনেদেত্তির ওপরও আরোপ করা হয়েছে একই নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে তাঁদের সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকরা তাঁদের সঙ্গে লেনদেন করতে পারবেন না।
বর্তমানে রাশিয়া, ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়ার পর পেত্রো হচ্ছেন আরেক রাষ্ট্রপ্রধান, যিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় এলেন।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
