 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে চারদিক থেকে শাহবাগগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে, ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা করা, এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা নিশ্চিত করা। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, এসব দাবির বিষয়ে সরকার থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।
শিক্ষকদের অবস্থানে শাহবাগ মোড় হয়ে ওঠে স্লোগানে স্লোগানে মুখর। "অধিকার চাই, ভিক্ষা না", "প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে", এমন নানা স্লোগানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা।
অবরোধ চললেও বড় ধরনের যানজট দেখা যায়নি। শাহবাগ হয়ে আসা যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। মৎস্য ভবন থেকে বাংলামোটর হয়ে যান চলাচল পরিচালনা করা হচ্ছে। ফার্মগেট, সায়েন্সল্যাব, মগবাজারসহ আশপাশের এলাকার রুটগুলোতেও যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, সরকারের প্রস্তাবিত ভাতা বৃদ্ধি প্রস্তাব “অপর্যাপ্ত ও অবাস্তব”। তাই ন্যায্য দাবি আদায়ে তারা লাগাতার আন্দোলনে নেমেছেন। একইসঙ্গে তারা সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবিও জানিয়েছেন।
এর আগে গত রোববার প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং সেখান থেকেই টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
