 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানানো হয়।
শোকবার্তায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি জাতির জন্য এক বেদনাদায়ক ঘটনা। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।" তিনি আরও জানান, "আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তাদের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।"
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মিরপুর শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয় এবং অনেকেই দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
