 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          শনিবার (১১ অক্টোবর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বিমানটিতে মোট তিনজন যাত্রী ছিলেন এবং তারা সবাই নিহত হয়েছেন।
পুলিশ এক বিবৃতিতে জানায়, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিমানের ভেতরে থাকা যাত্রীদের কেউই বেঁচে ছিলেন না।
বিমানটি নিউ সাউথ ওয়েলসের শেলহার্বার বিমানবন্দরে বিধ্বস্ত হয়। স্থানটি দক্ষিণ সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি অবতরণের কিছু সময় পরেই দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনার সময় বিমানবন্দরে প্রশিক্ষণরত ছিল স্থানীয় আরএসএফের ইউনিট। ফায়ার অ্যান্ড রেসকিউর ইন্সপেক্টর অ্যান্ড্রু বার্বার জানান, প্রশিক্ষণে অংশ নেওয়া একজন সদস্য দুর্ঘটনাটি প্রথম দেখতে পান এবং তৎক্ষণাৎ অন্যান্য সদস্যদের সতর্ক করেন। পরে তারা সবাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
তবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, বিমানের ভেতরে থাকা কাউকে উদ্ধার করার সুযোগ পাওয়া যায়নি বলে সংবাদমাধ্যম এবিসি নিউজকে কে জানিয়েছেন ইন্সপেক্টর অ্যান্ড্রু বার্বার।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
