 
      জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক মো. সাইদুজ্জামান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলার এজাহারে বলা হয়, সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৪ কোটি ৯৭ লাখ টাকার সম্পদ অর্জন করেন। একই সঙ্গে তিনি ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন, যা সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি।
এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং ‘দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭’-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। ধারণা করা হচ্ছিল, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদক সূত্রে জানা গেছে, মামলার তদন্ত শিগগিরই শুরু হবে এবং সম্পদের প্রকৃত উৎস ও গোপন সম্পদের হিসাব খতিয়ে দেখা হবে। একই সঙ্গে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
