 
      'জুলাই গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী সাধারণ মানুষ’ বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।
দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান। সাক্ষাৎকারে নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান।
কিছু সঙ্গত কারণেই দেশে ফেরা হয়ে উঠেনি। তবে সময় মনে হয় চলে এসেছে, দ্রুতই দেশে ফিরবেন বলে জানান তিনি। নির্বাচনের আগেই দেশে ফিরে ভোটে লড়বেন। ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিবেন। জয় পেলে দেশের প্রধানমন্ত্রী হবেন কিনা সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও দল বলে জানান তারেক রহমান।
দুই পর্বের এই সাক্ষাৎকারের প্রথমটি সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েব, ফেইসবুক এবং ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। দ্বিতীয় পর্ব আগামীকাল পাওয়া যাবে একই মাধ্যমে।
প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন তারেক রহমান। সেখান থেকে ভার্চ্যুয়ালি দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তবে এরমধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্লাটফর্মে কথা বলেননি তিনি। গত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                
