 
      শারদীয় দুর্গাপূজা আনন্দের সময় হলেও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্য এটি কিছুটা ভিন্ন। অনেকদিন হলো মা–বাবাকে হারিয়েছেন তিনি এবং পূজার দিনগুলোতে তাদের অভাব আরও বেশি অনুভব করেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস বলেন, “কোথাও যাবো না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না। পূজার সময়টা মা–বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কখনও পূরণ হবে না। প্রতিদিনই মিস করি, তবে পূজার সময়টা আরও কষ্টকর হয়ে ওঠে।”
অপু শৈশবের পূজার স্মৃতিচারণ করে জানান, “বগুড়াতেই আমার বেড়ে ওঠা। সেখানেই পূজার দিনগুলো আনন্দে কাটত। বাবা, কাকা, মা এবং অন্যান্য আত্মীয়-স্বজন সবাই একত্র হতেন। বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত।”
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “সবার জন্য দোয়া চাই। নতুন কিছু কাজ নিয়ে আলোচনা চলছে। ভালো কোনো খবর থাকলে অবশ্যই জানাব।”
অভিনয় জীবনের কথা স্মরণ করে জানা যায়, ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন অপু বিশ্বাস। এরপর শাকিব–অপুর জুটি প্রায় ৭২টি সিনেমায় অভিনয় করেছে, যেগুলোর বেশিরভাগই ব্যবসাসফল হয়েছে।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন তিনি। ‘লাল শাড়ি’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক ঘটে। এই ছবিতে তাঁতপল্লির প্রেক্ষাপটে প্রেম, ভালোবাসা ও স্থানীয় রাজনীতির গল্প উঠে এসেছে। ২০২১–২২ অর্থবছরে এই ছবির জন্য তিনি সরকারি অনুদান হিসেবে ৬৫ লাখ টাকা পেয়েছেন।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
