 
      পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন-এর ভোকাল আলী আজমত এবার বাংলাদেশে গান শোনাতে আসছেন।
গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি তোমাদের সবার সঙ্গে দেখা হবে।”
আলী আজমতের কনসার্টের তারিখ, স্থান বা আয়োজক সম্পর্কিত বিস্তারিত এখনও জানা যায়নি। তবে খোঁজে জানা গেছে, কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ, যারা এর আগে ২ মে স্থগিত হওয়া ‘আলী আজমত (দ্য ভয়েস অব জুনুন) লাইভ ইন ঢাকা’ কনসার্টের আয়োজন করেছিল।
১৯৯১ সালে প্রকাশিত সুফি ঘরানার ব্যান্ড জুনুন-এর প্রথম অ্যালবাম ‘জুনুন’-এর পর থেকে ব্যান্ডটির সঙ্গে আছেন আলী আজমত। তিনি এককভাবে বলিউড সিনেমার গানও গেয়েছেন, যেমন ২০০৩ সালের পাপ সিনেমার ‘গরজ বরাজ’ এবং ২০১২ সালের জিসম টু-এর ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’। এছাড়া অভিনয়েও দেখা গেছে তাকে, সর্বশেষ পাকিস্তানের ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এ।
এটি আলী আজমতের তৃতীয়বার বাংলাদেশে আসা। জুনুন ব্যান্ডের সঙ্গে আগের দুইবার এসেছেন, তবে এবারই প্রথম একক কনসার্টে গান পরিবেশন করবেন।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
