
ছবিঃ বিপ্লবী বার্তা
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি দেশীয় ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে এ অভিযান চালানো হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা।
অভিযান সূত্রে জানা যায়, ফসলি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ইউএনও সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অভিযুক্ত মো. উজ্জ্বল সরকার ও মো. আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও আফরোজা আফসানা বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে যারা জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, তাদের আইনের আওতায় আনা হবে।”