নৌকাডুবে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যুঃ ৩০ ঘণ্টা পর উদ্ধার হলো শিশুর লাশ
ছবিঃ বিপ্লবী বার্তা

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখে ফেরার পথে খেয়া নৌকা ডুবে মা-মেয়ের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই মারা যান মোর্শেদা বেগম (৪৫)। আর নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভেসে ওঠে তার শিশু কন্যা শোভা আক্তারের (৮) লাশ।


রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের র‍্যালী ব্রীজের পাশ থেকে শোভার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝিনাই নদীতে অভিযান চালালেও তাকে উদ্ধার সম্ভব হয়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোর্শেদা বেগম কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যায় মোর্শেদা ও তার মেয়ে শোভা সহ অনেকে বাড়ি ফেরার জন্য খেয়াঘাটে আসেন।


এ সময় মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালানোর চেষ্টা করেন। প্রায় ৩০-৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি মাঝপথে গিয়ে ভারসাম্য হারিয়ে ডুবে যায়। উপস্থিত স্থানীয়রা অনেককে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মোর্শেদা ঘটনাস্থলেই মারা যান এবং তার মেয়ে শোভা নিখোঁজ হয়ে যায়। অবশেষে দীর্ঘ ৩০ ঘণ্টা পর ভেসে ওঠে শিশুটির লাশ।


ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন জানান, সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় জেলা সদর থেকে ডুবুরি দল আনা হয়। তারা সারাদিন উদ্ধার অভিযান চালালেও সফল হননি। পরবর্তীতে স্থানীয়রা ব্রিজের পাশে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।