
ছবিঃ বিপ্লবী বার্তা
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী চান্দার বিলে শনিবার (৬ সেপ্টেম্বর) মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।
এ সময় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সামচুল আরেফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ধর্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ক্রীড়া সম্পাদক বাবুল শেক, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া, আইন সম্পাদক গোলাম রাব্বী আকাশ ও সদস্য নুর আলম শেক প্রমুখ।
সবুজের সমারোহ, জলে ভাসমান শাপলা-পদ্ম আর চারপাশের শান্ত গ্রামীণ পরিবেশে আয়োজিত এ নৌ ভ্রমণে সাংবাদিকরা উপভোগ করেন চান্দার বিলের মনোরম সৌন্দর্য।