সড়ক দূর্ঘটনায় উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু
ছবিঃ বিপ্লবী বার্তা

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন (৫৫)।


শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তবে দুই দিনের চিকিৎসার পর তার মৃত্যু হয়।


মো. ইসমাইল হোসেন উপজেলার জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।


কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।