
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লার খুনিদের গ্রেফতার ও দায়ীদের শাস্তির দাবিতে ইবি শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
আহবায়ক মোঃ সাহেদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল এর সদস্য রাশিদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন , যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, সদস্য নুর উদ্দিন,কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুক্তাদির রহমান,ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস হোসাইন,ইবি ছাত্রদল নেতা রাকিব হাসান স্বাক্ষর, রনি,রোকন,তৌফিক, তৌহিদ, রিফাত, রিয়াজ, উৎস, সাইফুল্লাহসহ বিশ্বিবদ্যালয়ের নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় , "আওয়ামীলীগের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না" "বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই, " জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, " তুমি কে আমি কে সাজিদ সাজিদ" "ফ্যাসিস্ট দের ঠিকান এ বাংলায় হবেনা," "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, " ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবশের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল এর সদস্য রাশিদুল ইসলাম রাশেদ বলেন , "ফ্যাসিস্টের আমলে যে শিক্ষকরা আমাদের নিরাপত্তা না দিয়ে পুলিশের হাতে তুলে দেয়, আজ তারা ক্যাম্পাসে তাদের কার্যক্রম ঠিক ভাবে চালিয়ে যাচ্ছে। কয়েক দিন আগে দেখলাম ১৯ জন শিক্ষক কে মাত্র শোকজ করেছে। আমরা তাদের বহিষ্কারের দাবি করছি। সাজিদ হত্যার একমাস দশ দিন পার হয়েছে। কিন্তু এখনো আমাদের ভাইয়ের খুনিদের গ্রেফতার করা হয়নি। পূর্বে আমরা দেখেছি বিশ্বিবদ্যালয়ের ফিটনেস বিহীন গাড়িতে টিটু নামের ছেলে মারা যায়। সেখানে গাড়ির ড্রাইভারের নামে মামলা না দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়। কিন্তু আমরা আর তা হতে দিবো না। আমাদের ভাইদের হত্যার সুস্থ বিচার নিশ্চিত করবো। "
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সকলেই নিরাপত্তা ঝুঁকিতে আছে। শিক্ষার্থীদের ভিতরে ভয় কাজ করে কখন কি হয়। কুষ্টিয়ার এসপি ও ইবি থানার ওসির সাথে যোগাযোগ করেছি সাজিদের খুনির দ্রুত বিচারের জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত সাজিদের খুনিদের বিচার করুন। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করুন।"