
ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জানা যায়, দুই দিন ব্যাপী গ্রুপ পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৮ আগস্ট ফাইনাল পর্বের আয়োজন করা হবে। এবারের প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আটটি হলের বিতার্কিকরা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে।
বিচারকের দায়িত্ব পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান ও খালিদ হাসান এবং বর্তমান সদস্য সচিব দিদারুল ইসলাম রাসেল।
বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক সমন্বয়ক এস এম সুইটসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রতিনিধি হাসানুল বান্না অলি বলেন, “কুরআনে আল্লাহ তায়ালা দাওয়াতি কাজের জন্য বিতর্কের মাধ্যমে সত্য উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। বিতর্কের মাধ্যমে নতুন চিন্তার দ্বার উন্মোচিত হয়। ইসলামী ছাত্রশিবির চায় মানুষের কাছে সত্য ও সৌন্দর্য পৌঁছে যাক। এরই ধারাবাহিকতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা আশা করি এই বিতর্কের মাধ্যমে সত্য আরও বিকশিত হবে।”