
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থী বান্ধব সংগঠন ‘কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি’র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নম্বর কক্ষে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
২৩ সদস্যের আহ্বায়ক কমিটিতে হাফিজুর রহমান হাফিজ আহ্বায়ক এবং শাওন শিশির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন এনামুল হক ইমন। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ লিমন হোসেন, মোঃ চন্দন আলী, সুলতান মাহমুদ, হুমায়রা কবীর (মহুয়া) ও জান্নাতুল ফেরদাউস (অবন্তি)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ শাকিব হোসেন, আলী নেওয়াজ শরীফ, মাহমুদুর রহমান সৌরভ, শাহরিয়ার নাফিজ নাইয়্যান, মোঃ প্রিন্স, তাসনিম হাসান তাপ্তি, মোছাঃ নিশাত আক্তার, তাহসীন খান, হাবিবা সরকার, সাবিত আল ফায়েজ, মোঃ তন্ময় হোসেন, সুমাইয়া সুলতানা বিথি, মোঃ আলিনুর রহমান ও মোঃ শাওন আলী।
আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, “কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া থেকে আগত শিক্ষার্থীদের জন্য কাজ করবে। বাইরের জেলা থেকে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করবে। প্রয়োজনে প্রশাসনের উন্নয়নমূলক কাজেও সহযোগিতা করব।”
সদস্য সচিব শাওন শিশির বলেন, “দীর্ঘদিন ধরেই মনে হচ্ছিল আমাদের জেলার শিক্ষার্থীদেরও একটি প্ল্যাটফর্ম থাকা উচিত। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। এটি শুধু কল্যাণ সমিতি নয়, কুষ্টিয়ার শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক উৎকর্ষতার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ার প্ল্যাটফর্ম।”
উপদেষ্টা অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, “এই সংগঠনটির গঠনতন্ত্র রয়েছে, সেটি মেনে পরিচালিত হবে। সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে। ভালো শিক্ষার্থীদের সব সময়ই গুরুত্ব দেওয়া হবে। এটি কোনো ব্যক্তির জন্য নয়, গোষ্ঠীর কল্যাণে কাজ করবে।