মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায়  ছওয়াবের হাইজিন সামগ্রী বিতরণ
ছবিঃ বিপ্লবী বার্তা
সাভারের বিরুলিয়ায় মা ও শিশুদের মাঝে মাতৃত্বকালীন হাইজিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি ও সামাজিক উন্নয়নমূলক সংস্থা ‘ছওয়াব’ (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ)।
  

২২০ জন মা ও শিশুর মাঝে হাইজিন প্যাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এদের মধ্যে ১১০ জন প্রসূতির মাঝে পোশাক, স্যানিটারি ও ম্যাটার্নিটি প্যাড, সাবান, শ্যাম্পু, টুথ ব্রাশ- পেষ্ট ইত্যাদিসহ প্রয়োজন সামগ্রী বিতরণ করা হয়।


একইসাথে ১১০ জন  শিশুর জন্য বেবি ড্রেস, হুড তোয়ালে, মশারী কম্বো সেট, বেবি সাবান, বেবি শ্যাম্পু, বেবি লোশন, বেবি অয়েল, বেবি ওয়াইপসসহ প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। ছওয়াবের সিনিয়র অফিসার মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় এবং ডেপুটি ম্যানেজার জনাব আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছওয়াবের ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামান। বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ছওয়াব সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।


প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছওয়াবের মিডিয়া এবং আইটি ম্যানেজার জনাব খোরশেদ আলম।