ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবিঃ বিপ্লবী বার্তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।



রবিবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন—“ছাত্র সংসদ আমার অধিকার, দিতে হবে দিতে হবে”, “we want Nucsu”, “অবিলম্বে ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা করতে হবে”, “গণতন্ত্রের প্রথম ধারা, ছাত্র সংসদ সবার সাড়া” ইত্যাদি।



শিক্ষার্থীরা জানান, ছাত্র সংসদ শুধু একটি দাবি নয়, এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার। সংসদ থাকলে ক্যাম্পাসে বৈষম্য, সিট বাণিজ্য কিংবা একক সংগঠনের দৌরাত্ম্য বন্ধ হবে।




ফোকলোর বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ঐশ্বর্য বলেন, “আমরা যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, আমাদের প্রত্যেকেরই দাবি ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করতে হবে। প্রশাসন যদি নির্বাচন না দেয়, তবে আমরা বলবো তারা জুলাই স্পিরিটকে অস্বীকার করছে। আগামীকালের মধ্যে রোডম্যাপ ঘোষণা করতে হবে, নইলে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা প্রশাসনিক ভবন ঘেরাও করবো।”




আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী জেনাস ভৌমিক বলেন, “এই প্রশাসন গণঅভ্যুত্থানের ফসল হলেও ছাত্র সংসদ নিয়ে তাদের কোনো আন্তরিকতা দেখা যাচ্ছে না। এক বছর পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই। দ্রুত নির্বাচন না দিলে আমরা অনশনসহ কঠোর আন্দোলনে যাবো।”




ফোকলোর বিভাগের আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ রিমন বলেন, “জুলাই আন্দোলনের নয় দফার অন্যতম ছিল ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু প্রশাসন নানা অজুহাতে দেরি করছে। আমরা চাই এ বছরের মধ্যেই কমিটি গঠন করে গঠনতন্ত্র প্রণয়ন হোক এবং ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক।”




হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী মো. ইলিয়াস বলেন, “ছাত্র সংসদ না থাকলে সংগঠনগুলো স্বৈরাচার হয়ে উঠবে। আমরা কোনো সিট বাণিজ্য চাই না, চাই অংশগ্রহণমূলক ছাত্র সংসদ। নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতিটি হলে ছাত্রদের গণঅধিকার প্রতিষ্ঠিত হোক।”




মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের জানান, মঙ্গলবার তিনি ছাত্র সংসদের গঠনতন্ত্র বিষয়ে আলোচনার জন্য তাদের সঙ্গে বসবেন।