
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) নির্বাচনে এক অনন্য প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এনেছে নতুন সংযোজন, যোগ হয়েছে ভিন্ন মাত্রা। প্যানেলে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে নারী প্রার্থী, পাশাপাশি রয়েছে সংখ্যালঘু ও জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীও।
জাতীয় নির্বাচনের আগে এই ডাকসু নির্বাচনই এখন সবচেয়ে আলোচিত ব্যাপার ।ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ ২৮ সদস্যের এই প্যানেলের সহ-সভাপতি বা ভিপি পদে রয়েছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা সাদিক কায়েম। সাধারণ সম্পাদক বা জিএস পদে আছেন ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ। আর সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে প্রার্থী হয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চ থেকে আসা ফাতিমা তাসনীম জুমা, ঢাবি শিবিরের ছাত্রী সংগঠন থেকেও যুক্ত হয়েছেন সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না ও সেক্রেটারি আফসানা আক্তার।এছাড়াও, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে থাকছে উম্মে সালমা, উল্লেখ্য এই চারজন নারী সদস্যই শিবিরের ইতিহাসে প্রথম নারীপ্রার্থী।
এদিকে আন্তর্জাতিক সম্পাদক পদে রয়েছেন জুলাই যোদ্ধা “খান জসীম”, যিনি গত জুলাইয়ে সংঘর্ষে একটি চোখ হারান।
এছাড়া প্যানেলে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম । সদস্য পদে জায়গা পেয়েছেন মিফতাহুল ইসলাম মারুফ, রায়হান উদ্দিন, সর্ব মিত্র চাকমা, জয়েন উদ্দিন সরকার তন্ময়সহ একাধিক নতুন মুখ।