
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক বৈঠকের পরিবেশ ছিল ফেব্রুয়ারির বৈঠকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।
আগের বৈঠকে ছিল টানটান উত্তেজনা ও হট্টগোল, কিন্তু এবার আবহাওয়া ছিল সৌহার্দ্যপূর্ণ ও শান্ত।
সোমবারের বৈঠকে স্পষ্ট বোঝা যাচ্ছিল—কোনোভাবেই যেন আলোচনার পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে ইউক্রেনীয় পক্ষ বেশ সতর্ক ছিল। এদিন জেলেনস্কি তাঁর স্ত্রী কর্তৃক লেখা একটি চিঠি মেলানিয়া ট্রাম্পের জন্য নিয়ে আসেন। পাশাপাশি, মেলানিয়ার পুতিনকে লেখা চিঠির প্রশংসাও করেন তিনি, যেখানে ইউক্রেন যুদ্ধের কারণে শিশুদের দুর্দশার বিষয়টি উল্লেখ ছিল।
ফেব্রুয়ারির বৈঠকে ধন্যবাদ না দেওয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁকে অকৃতজ্ঞ বলেছিলেন। তবে সোমবারের বৈঠকে জেলেনস্কি সম্পূর্ণ ভিন্নভাবে সামনে আসেন। বক্তব্যের প্রথম ১০ সেকেন্ডেই তিনি ট্রাম্পকে চারবার ‘ধন্যবাদ’ জানান। জেলেনস্কি বলেন, “আমন্ত্রণের জন্য ধন্যবাদ। হত্যাকাণ্ড থামানো ও যুদ্ধ বন্ধে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ। এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আর আপনার স্ত্রীকেও ধন্যবাদ।”
এবারের বৈঠকে জেলেনস্কি সামরিক পোশাকের বদলে স্যুট পরিধান করেন। ধারণা করা হচ্ছে, আগেরবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তিনি এমনটি করেছেন, কারণ সামরিক পোশাক পরায় ট্রাম্প বিরক্ত হয়েছিলেন। পোশাক প্রসঙ্গে দুই নেতার মধ্যে হালকা রসিকতাও হয়।
ফেব্রুয়ারির বৈঠকের বিপরীতে এবার ট্রাম্পের প্রতিনিধিদল কোনো মন্তব্য করেনি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তভাবে ওভাল অফিসের সোফায় বসে বৈঠকটি পর্যবেক্ষণ করেন।