টি-শার্ট রপ্তানিতে যুক্তরাষ্ট্রে শীর্ষে বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

পাল্টা শুল্কের চাপ সত্ত্বেও ২০২৪ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রের টি-শার্ট বাজারে শীর্ষ রপ্তানিকারক হিসেবে উঠে এসেছে বাংলাদেশ।

নিকারাগুয়া, হন্ডুরাস ও চীনের মতো দীর্ঘদিনের শীর্ষ দেশগুলোকে পেছনে ফেলে এবার প্রথমবারের মতো এই অবস্থান দখল করেছে দেশটি।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটি ১১৭টি দেশ থেকে ৩৫২ কোটি ডলারের টি-শার্ট আমদানি করেছে। এর মধ্যে বাংলাদেশ সরবরাহ করেছে ৩৭ কোটি ৩২ লাখ ডলারের টি-শার্ট, যা নিকারাগুয়ার (৩৬ কোটি ১২ লাখ ডলার) চেয়েও বেশি।

১৯৮৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের টি-শার্ট বাজারে হন্ডুরাস, নিকারাগুয়া, হংকং, জ্যামাইকা, মেক্সিকো ও চীন একচেটিয়া আধিপত্য বিস্তার করে এসেছে। এর মধ্যে বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির কারণে দীর্ঘদিন শুল্কসুবিধা ভোগ করেছে। তবে চলতি বছরের ২ এপ্রিল থেকে ট্রাম্প প্রশাসন সব দেশের আমদানিপণ্যে ন্যূনতম ১০% অতিরিক্ত শুল্ক আরোপ করে, ফলে নিকারাগুয়া ও হন্ডুরাসকেও প্রথমবারের মতো এই খাতে শুল্ক দিতে হয়। এই পরিবর্তনের সুযোগ নিয়ে বাংলাদেশের টি-শার্ট রপ্তানি শীর্ষে উঠে আসে।

৭ আগস্ট থেকে দেশভেদে ভিন্ন ভিন্ন হারে পাল্টা শুল্ক কার্যকর হয়। যদিও এর পূর্ণ প্রভাব এখনো স্পষ্ট নয়, রপ্তানিকারকেরা মনে করেন—বাংলাদেশ তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক ২০%, যা ভিয়েতনামের সমান এবং ভারত (৫০%) ও চীন (৩০%) থেকে কম। নিকারাগুয়ার শুল্কহার ১৮% হলেও আগের শুল্কমুক্ত সুবিধা হারানোয় তাদের প্রতিযোগিতা আরও কঠিন হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, বছরের প্রথমার্ধে শীর্ষে ওঠা ইতিবাচক হলেও ৭ আগস্টের পর যুক্তরাষ্ট্রের ভোক্তা চাহিদা কমে গেলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে ৮৭৬ কোটি ডলারের পণ্য গেছে, যার মধ্যে টি-শার্ট অন্যতম।

প্রথম ছয় মাসের হিসাবে বাংলাদেশ থেকে প্রতিটি টি-শার্ট গড়ে রপ্তানি হয়েছে ১ ডলার ৭৬ সেন্টে। নিকারাগুয়া বিক্রি করেছে ১ ডলার ৬৫ সেন্টে, হন্ডুরাস ২ ডলার ১০ সেন্টে, ভিয়েতনাম ২ ডলার ৬৮ সেন্টে, ভারত ১ ডলার ৮১ সেন্টে, চীন ১ ডলার ৬৩ সেন্টে ও পাকিস্তান ১ ডলার ৫০ সেন্টে। ফলে বাংলাদেশের দাম চীন, নিকারাগুয়া ও পাকিস্তানের চেয়ে বেশি হলেও ভিয়েতনাম, হন্ডুরাস ও ভারতের চেয়ে কম।

বিশ্বে টি-শার্ট রপ্তানিতে চীনের পরই রয়েছে বাংলাদেশ। গত অর্থবছরে দেশটি ১৫৮টি দেশে মোট ৭৪৫ কোটি ডলারের টি-শার্ট রপ্তানি করেছে। জার্মানি (১০৫ কোটি ডলার), স্পেন (৮৯ কোটি ডলার) ও যুক্তরাষ্ট্র (৮৫ কোটি ডলার) ছিল প্রধান তিন গন্তব্য।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে টি-শার্ট রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল ৮১১টি। সাভারের জিএবি লিমিটেড ছিল শীর্ষে (১৫.৫ কোটি ডলার), দ্বিতীয় অবস্থানে এসডিএস ইন্টারন্যাশনাল (৭.১৮ কোটি ডলার) এবং তৃতীয় স্থানে আয়েশা ক্লথিং কো. (৪.৬৭ কোটি ডলার)। শীর্ষ দশে আরও রয়েছে নিট এশিয়া লিমিটেড, ডিভাইন ইনটিমেটস, রাতুল অ্যাপারেলস, তাকওয়া ফেব্রিকস, জে এম ফেব্রিকস, ইমপ্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস ও ইয়র্ক ফ্যাশন।


এক কে আর