বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০ মাস বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া এই আসর ঘিরে ইতিমধ্যে ফুটবল দুনিয়ায় উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

তবে ব্রাজিলীয় দর্শকদের জন্য এই উত্তেজনায় যোগ হয়েছে দুশ্চিন্তা—যুক্তরাষ্ট্রে খেলা দেখতে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

সিএনএন ব্রাজিলের সাংবাদিক লৌরিভাল সান’আনা সম্প্রতি এক প্রতিবেদনে জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে প্রভাবশালী রাজনৈতিক নেতা ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলীয় নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা করছেন।

এই সিদ্ধান্ত কার্যকর হলে ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিলীয় সমর্থকরা। ভৌগোলিকভাবে কাছাকাছি অবস্থানের কারণে বিপুলসংখ্যক ব্রাজিলীয় দর্শকের যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা ছিল, যা এখন অনিশ্চয়তার মুখে।

সিএনএনের প্রতিবেদন বলছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফররত ব্রাজিলীয় সিনেটরদের জন্যই ভিসা সীমিত করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে।

যদি ট্রাম্প সরকার সাধারণ ব্রাজিলীয় নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে সেটি ফুটবলপ্রেমী ব্রাজিলের জন্য হবে এক বড় ধাক্কা। এই সম্ভাবনার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি ফিফা কিংবা ব্রাজিল সরকার।

এর আগে ২০২4 সালের জুনে ট্রাম্প প্রশাসন নিরাপত্তা-সংক্রান্ত কারণ দেখিয়ে ইরানের সাধারণ নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও তখন খেলোয়াড় ও কোচদের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা প্রযোজ্য ছিল না।

ব্রাজিলের ক্ষেত্রেও সেই রকম কোনো ব্যতিক্রম থাকবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে ব্রাজিলও ইরানের মতোই বিশ্বকাপ ঘিরে একটি বড় সঙ্কটের মুখে পড়তে পারে।