
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র বেশিরভাগ ইউরোপীয় পণ্যে ১৫% আমদানি শুল্ক আরোপ করবে—যা পূর্বে হুমকিদার ৩০% শুল্কের অর্ধাংশ।
এই চুক্তি রোববার রাতের বৈঠকে চূড়ান্ত করা হয়, যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং উরসুলা ভন ডার লেন স্কটল্যান্ডে এক ঘণ্টার আলোচনার পর বিস্তারিত ঘোষণা করেন।
চুক্তির আওতায় ইইউ যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং ৭৫০ বিলিয়ন ডলারের বিপণনের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনবে, তাছাড়া সামরিক সরঞ্জামের কেনাকাটাও ব্যাপকভাবে বৃদ্ধি করবে।
ট্রাম্প বলেন, এটি তার প্রশাসনের “এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি”, যা জাপানের সঙ্গে হওয়া ৫৫ হাজার কোটি ডলারের চুক্তিকেও ছাড়িয়ে গেছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের প্রতি অন্যায়ের অবসান ঘটবে।
উরসুলা ভন ডার লেন বলেন, “এটি বিশ্ব অর্থনীতির দুই বড় অর্থনীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি” এবং এটি স্থিতিশীলতা ও পূর্বাভাসযোগ্যতা আনবে।
বিশ্বে প্রায় এক-তৃতীয়াংশ বাণিজ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যেই সংঘটিত হয়, তাই এই নতুন চুক্তির ফলে বৃহৎ বাণিজ্যসংকট এড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।