আবার নতুন দুর্নীতি মামলায় দীপু মনি ও পলকসহ ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা
ছবিঃ সংগৃহীত

যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া পৃথক হত্যা মামলাগুলোর আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনিসহ মোট নয়জনকে নতুন করে গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছে।

বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালত পুলিশি আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

এর আগে সকালে কাশিমপুর ও কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি, আমির হোসেন আমু, জুনাইদ আহমেদ পলক, কাজী মনিরুল হক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি শহীদুল হক এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আদালতের হাজতখানায় আনা হয়।

সকাল ১০টার দিকে বৃষ্টির তীব্রতা কমার পর তাঁদের আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে পুলিশ যাত্রাবাড়ী থানার পৃথক হত্যামামলাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানায়। বিচারক শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই ব্যক্তিরা প্রথম গ্রেপ্তার হন। পরবর্তীতে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তার ও রিমান্ডের আদেশ দেওয়া হয়।