ইমাম গেলেন ইসরায়েলে—নেদারল্যান্ডসজুড়ে আলোচনা
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করার জেরে নেদারল্যান্ডসের একজন ইমামকে বরখাস্ত করেছে তাঁর মসজিদ কর্তৃপক্ষ। ইমাম ইউসুফ মসিবিহ উত্তর নেদারল্যান্ডসের আলকমার শহরের বিলাল মসজিদে দায়িত্বে ছিলেন।

সম্প্রতি ইউরোপের ১৫টি দেশের মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল ইসরায়েল সফর করে। এ সফরে ইউসুফ মসিবিহও অংশ নেন। সফরের অংশ হিসেবে তারা গতকাল সোমবার ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ইমাম ইউসুফ ইসরায়েলের জাতীয় সংগীতকে আরবি ভাষায় রূপান্তর করে একটি গান পরিবেশন করেন।

এই ঘটনার পর আজ মঙ্গলবার বিলাল মসজিদ কর্তৃপক্ষ তাঁকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের ঘোষণা দেয়। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মসজিদ পরিচালনা কমিটি জানায়, ইমামের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য এবং কর্মকাণ্ডের কারণে তাঁকে এখন থেকে মসজিদের কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ সফরের আয়োজন করেছিল ‘এলনেট’ নামক একটি বেসরকারি সংস্থা, যারা ইউরোপ ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক দৃঢ় করতে কাজ করছে। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি ইসরায়েলের পার্লামেন্ট, অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি এবং সেখানকার ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করেছে।

তারা আরও ঘুরে দেখবে ‘ইয়াদ ভাসেম’ নামক একটি হলোকাস্ট স্মৃতিসৌধ এবং সাক্ষাৎ করবে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিখাই আদরিয়ের সঙ্গে। সফরের সময় প্রতিনিধিদলটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিবের স্থানসমূহ, গাজার জিম্মি ফিলিস্তিনি বেদুইন পরিবারের সদস্যদের এবং গোলান মালভূমির সিরীয় দ্রুজ জনগোষ্ঠীর স্বজনদের সঙ্গেও সাক্ষাৎ করবে, যাঁরা হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইউরোপীয় মুসলিম নেতাদের এই দলে ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ইতালি ও বেলজিয়ামের মুসলিম প্রতিনিধিরা আছেন। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের বিতর্কিত ইমাম হাসেন চালগুমি।