“ট্রাম্প: তৃতীয় পার্টি শুধু সংশয় ও বিশৃঙ্খলা বাড়ায়’”
ছবিঃ সংগৃহীত

সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা নিয়ে কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার, এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠনের ধারণা একেবারেই হাস্যকর।”

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামো বরাবরই দ্বিদলীয় ছিল। এর বাইরে কোনো দল এলে তা কেবল বিভ্রান্তি ও বিশৃঙ্খলাই সৃষ্টি করবে।”

গত কয়েক সপ্তাহ ধরেই মাস্ক নতুন রাজনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিচ্ছিলেন। অবশেষে শনিবার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি ঘোষণা দেন—ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বাইরে তিনি নতুন একটি দল গঠন করেছেন, যার নাম **‘আমেরিকা পার্টি’**।

ট্রাম্প ও মাস্কের সম্পর্ক একসময় ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে জেতাতে সহায়তা করেছিলেন মাস্ক। নির্বাচনী প্রচারে অর্থসহ নানা সহায়তা ছিল তাঁর পক্ষ থেকে। পরবর্তীতে ট্রাম্প যখন ক্ষমতায় ফিরে আসেন, তখন সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে একটি নতুন দপ্তর গঠন করেন এবং এর প্রধান হিসেবে মাস্ককে নিয়োগ দেন। তবে ১৩০ দিনের মধ্যে নানা মতপার্থক্যে মাস্ক সেই পদ থেকে সরে দাঁড়ান। সেই থেকেই শুরু হয় উভয়ের মধ্যে দূরত্ব, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ে।

সম্প্রতি ট্রাম্প সই করেছেন ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত একটি করছাড় ও ব্যয়বৃদ্ধি বিষয়ক বিল, যার কঠোর সমালোচক ছিলেন মাস্ক। এর পরদিনই তিনি তাঁর নতুন দল গঠনের ঘোষণা দেন।

এই বিষয়ে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম **ট্রুথ সোশ্যাল**–এ দেওয়া এক পোস্টে বলেন, “মাস্ককে এভাবে পথহারা হয়ে যেতে দেখে সত্যিই খারাপ লাগছে।”