ছবিঃ বিপ্লবী বার্তা
গ্রামীণ শিক্ষার্থীদের শিক্ষার বিকাশ ও মেধা অন্বেষণের লক্ষ্যে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘আলোকিত জগতপুর বৃত্তি কর্মসূচি–২০২৫’। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এ বৃত্তি পরীক্ষায় প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সামাজিক সংগঠন আলোকিত জগতপুর-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বুড়িচং পৌরসভার ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় জগতপুর এ.ডি.এইচ. ফাজিল মাদরাসা এবং তানযিমুল উম্মাহ মডেল মাদরাসা কেন্দ্রে।
বৃত্তি কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য সুপরিকল্পিত আসন বিন্যাস ও শিক্ষকদের তত্ত্বাবধানের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে অভিভাবকদের অবস্থানের জন্য ছামিয়ানা স্থাপন ও আপ্যায়নের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের অংশগ্রহণে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃত্তি পরীক্ষার সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করেন মো. আতিক চৌধুরী (৩৫তম বিসিএস), শিক্ষা ক্যাডার। কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন মো. ওমর ফারুক সুমন, মো. সাইদুল ইসলাম সুমন, মো. আতিক মাস্টার ও মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. অহিদুর রহমান, সহকারী অধ্যাপক, বড়ধুশিয়া আদর্শ কলেজ; মো. কামরুল হাসান, প্রধান শিক্ষক, বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়; নাজমুন নাহার, প্রধান শিক্ষক, উত্তর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; মোসা. হাবিবা খানম, সিনিয়র শিক্ষক, জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; মো. আলিম, প্রধান শিক্ষক, রশিদ রফিয়া ইসলামিক স্কুল; সাংবাদিক মোমেন; জয়নব বেগম, প্রধান শিক্ষিকা, জগতপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, এ ধরনের বৃত্তি কর্মসূচি গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

