শুভ বড়দিন আজ
ছবিঃ সংগৃহীত

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর ২৫ ডিসেম্বর দিনটি বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হয়। বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিষ্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন এবং মানবজাতিকে সত্য, ন্যায় ও ভালোবাসার পথে পরিচালিত করতেই তাঁর পৃথিবীতে আগমন ঘটে।


বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় আজ যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও উৎসবের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছে। এ উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গির্জাগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। গত সন্ধ্যা থেকেই গির্জা ও তারকা হোটেলগুলোতে চোখ ধাঁধানো আলোকসজ্জা করা হয়েছে।


বড়দিন উপলক্ষ্যে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন খ্রিষ্টান পরিবারগুলোতে থাকে বিশেষ আনন্দঘন পরিবেশ। ঘরে ঘরে তৈরি হয় কেক ও ঐতিহ্যবাহী খাবার, আয়োজন করা হয় ধর্মীয় গান, কীর্তন ও প্রার্থনার। অনেকেই এই উৎসবকে কেন্দ্র করে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যান এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে শহর ছেড়ে গ্রামের বাড়িতে রওনা দেন।


রাজধানীর বিভিন্ন তারকা হোটেলে বড়দিন উপলক্ষে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তা ক্লজের প্রতিকৃতি। বড়দিনের প্রাক্কালে গত রাতে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে শুরু হয়েছে বড়দিনের মূল প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান।


খ্রিষ্টান সম্প্রদায়ের বিশ্বাস, যিশুখ্রিষ্টের জীবন ও বাণী মানবজাতিকে শান্তি, সহমর্মিতা ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করে। আর সেই চেতনার আলোতেই প্রতিবছর উদযাপিত হয় শুভ বড়দিন।