হাজারীবাগে পানির ট্যাঙ্ক বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
সংগৃহীত ছবি

রাজধানীর হাজারীবাগ থানার ট্যানারি মোড় এলাকার একটি বাসায় পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময় গ্যাস বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

দগ্ধরা হলেন চামড়া ব্যবসায়ী জিয়া উদ্দিন (৪৫), তার দুই মেয়ে ফারিয়া সুলতানা (৩) ও নাজিয়া সুলতানা রাফিয়া (৮) এবং ভাড়াটিয়া দিনমজুর বেলাল হোসেন (৩০)। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বেলালের শরীরের ১৭ শতাংশ, জিয়ার ৪ শতাংশ, রাফিয়ার ৬ শতাংশ এবং ফারিয়ার ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে বেলাল বাদে বাকিদের অবস্থা ভালো থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বেলালকে ভর্তি রেখে চিকিৎসা চলছে।

দগ্ধ জিয়া উদ্দিনের ভাগিনা এইচ.এম শাহপরান জানান, বাড়ির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কারের সময় বেলাল একটি বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্যাঙ্কে জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণ হয়েছে বলে তাদের ধারণা।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই।