শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে উত্তাল কিশোরগঞ্জ
ছবিঃ বিপ্লবী বার্তা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় বিক্ষোভ মিছিলটি শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


‎মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।

‎মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের একটি প্রতীক হয়ে থাকবে। এই লড়াই ও তার আত্মত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে। তারা আরও বলেন, দ্রুত হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারকে এর চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

‎বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তরুণ আলেম মাওলানা কে এম নাজিম উদ্দিন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী, এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্স এবং গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুদাছির তুসি।