হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুরের শ্রীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা ও চট্টগ্রাম- ৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার এলাকায় শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ মিছিলটি গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার এলাকা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।


গাজীপুর জেলা যুবদলের সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আবুল হোসেন প্রধান, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন প্রধান, শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, আলমগীর হোসেন মিস্টার, শ্রীপুর পৌর সদস্য মনির হোসেন, লিয়াকত আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।