চবিতে উদ্যোক্তা ও স্টার্টআপ সোসাইটির দক্ষতা ও উদ্ভাবন বিষয়ক সেমিনার
ছবিঃ বিপ্লবী বার্তা
চট্টগ্রাম ইউনিভার্সিটি এন্ট্রাপ্রেনিউর অ্যান্ড স্টার্টআপ সোসাইটি (CUESS) এর উদ্যোগে ‘Skill & Innovation’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ডিন।


সকাল ১০:২৫ মিনিটে ডিন স্যারের আগমনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অর্গানাইজিং সেক্রেটারি ইফতি এবং ক্লাবের সার্বিক পরিচিতি তুলে ধরেন জেনারেল সেক্রেটারি সাহেব আব্বাস বাহার চৌধুরী।


ডিন তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নিজস্ব উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত করেন। তিনি আরও জানান, CUESS সময়োপযোগী এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে। পরে GS এবং প্রেসিডেন্ট ডিন স্যারের হাতে ক্রেস্ট তুলে দেন।


জুলকাইন তার বক্তব্যে ব্যর্থতা থেকে সফলতার উদাহরণ তুলে ধরে বলেন, EEE বিভাগের এক শিক্ষার্থী ৭৫০ বার ব্যর্থ হওয়ার পরও সার্কিট সফল করেন—যা অধ্যবসায় ও উদ্ভাবনী মানসিকতার প্রতীক। একইসঙ্গে তিনি ১৯৯৩ সালের ফরেস্ট্রি অ্যালামনাইদের অবদানও স্মরণ করেন। অনুষ্ঠানে প্রজেক্ট ডিরেক্টরকেও ক্রেস্ট প্রদান করা হয়।


এরপর বক্তৃতা দেন শিদ্ধার্থ, যিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আন্তর্জাতিক উৎসব—বিশেষ করে Cannes Festival এ অংশগ্রহণের সম্ভাবনা ও জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।


শেষে প্রেসিডেন্ট হৃদয় রহমান সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি CUESS-এর ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্ল্যাটফর্ম তৈরির প্রতিশ্রুতি এবং উদ্যোক্তা-সমর্থিত পরিবেশ গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও স্টার্টআপ-আগ্রহী নবীন উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।