ধর্ষণ মামলায় জাতীয় ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত ৩০ নভেম্বর, গুলশান থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সামিউল ইসলাম ঢাকার আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
অভিযোগে বলা হয়, 'ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় তোফায়েলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সাক্ষীরা আদালতে হাজির হয়ে ঘটনার সত্যতা তুলে ধরবেন।'
প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে। ওইদিন অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হবে।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছেন অভিযুক্ত তোফায়েল আহমেদ রায়হান। গত জানুয়ারিতে তোফায়েলের সাথে ফেসবুকে পরিচয় হয় ওই ভুক্তভোগী তরুণীর। পরবর্তীতে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তরুণী প্রেমের প্রস্তাবে রাজি না হলে তোফায়েল বিয়ের আশ্বাস দেন এবং সম্পর্ক গড়েন।
অভিযোগ এছাড়া, গত ৩১ জানুয়ারি ঘুরতে যাওয়ার কথা বলে গুলশানের একটি হোটেলে তোফায়েল সেই তরুণীকে ধর্ষণ করেন। একই সাথে, পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে আরও কয়েকবার একইভাবে ধর্ষণ করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় গত ১ আগস্ট তরুণী গুলশান থানায় মামলা করেন।
মামলার পর গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন তোফায়েল। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হলেও তিনি তা করেননি।

