ইবি'র এইচআরএম বিভাগের আন্তঃসেশন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের আন্তঃসেশন লং ফিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। 


উক্ত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে। ২০২০-২১ শিক্ষাবর্ষ নির্ধারিত ১২ ওভারে ১৩১ রানের টার্গেট দেয়। উক্ত রানের জবাবে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয় লাভ করে ২০২২-২৩ শিক্ষাবর্ষ ( ষষ্ঠ ব্যাচ)। উক্ত বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি  ম্যাচ শেষে বিজয়িনী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও মেডেল পরিয়ে দেয়। 


এসময় অতিথি হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক উম্মে সালমা লুনা, জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুল জলিলসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী। 


এসময় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক উম্মে সালমা লুনা বলেন, "হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ একটি পরিবার। এটি আমাদের পরিবারের প্রোগ্রাম। টুর্নামেন্টের আযোজক, দর্শক, প্লেয়ার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমাদের বিজয়ের ধারাবাহিক বজায় রাখবে, যাতে অন্য বিভাগের সাথে যে কোন টুর্নামেন্টে জয় নিয়ে আসতে পারি। তোমরা নিয়মিত অনুশীলন করবে যাতে পরবর্তী খেলা গুলোতে দক্ষতার সঙ্গে পারফরমেন্স করতে পারো। আমি আশা করি আমার বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে বিভাগে কে এগিয়ে রাখবে।