সুদমুক্ত পৃথিবী গড়ার স্বপ্নে ইবি শিক্ষার্থীদের নতুন প্রকল্প
ছবিঃ বিপ্লবী বার্তা
সুদমুক্ত পৃথিবী গড়ার প্রয়াসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা চালু করেছে কর্জের হাসানা প্রকল্প। বাংলাদেশ ইয়ুথ ইনভারমেন্টাল ইনিশিয়েটিভের সহ- প্রতিষ্ঠাতা সায়েদ মুনতাসীরের সার্বিক সহায়তায় শনিবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন মসজিদে এ প্রকল্পের উদ্ভোদন হয়। 


ইসলামী শরিয়া অনুসারে, কোন ধরনের সুদের বিনিময় ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্জ প্রধান এ প্রকল্পের মূল লক্ষ্য। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বিভাগের পরিক্ষার ফি, অসুস্থতা ও নানান ধরনের সমস্যা সমাধানে স্বল্প মেয়াদি ঋণ প্রধান করা হবে।  


এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়খ আশরাফ উদ্দিন খান আজহারী, কর্জে হাসানা প্রজেক্টের পরিচালক সায়েম হোসেন, সহপরিচালক  মানিক রহমানসহ আরো অনেকে। 



কর্জের হাসানা প্রকল্পের পরিচালক  ইবি শিক্ষার্থী সায়েম হোসেন জানান, ‘কর্জে হাসানা’র আইডিয়াটা এসেছে পাকিস্তানে পরিচালিত একটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ‘আখুওয়াত ফাউন্ডেশন  থেকে। আমি ক্যাপিটালিজম ও সোসালিজম এর কম্পারেটিভ পড়াশোনা করতে গিয়েসহমর্মিতাপুর্ণ অর্থনীতি টার্মটির সাথে পরিচিত হই। আখুওয়াত ফাউন্ডেশন তাদের করজে হাসানা প্রোগ্রামের মাধ্যমে সুদমুক্ত ক্ষুদ্রঋণের খুব চর্চা করছেন। সেই প্রজেক্ট থেকে অনুপ্রাণিত হয়ে আমার শিক্ষক তুল্য বড় ভাই জনাব সাঈদ মুনতাসীর এর অর্থনৈতিক সহায়তায় এবং লাইট অফ কোরআনের তত্ত্বাবধানে প্রজেক্টটা শুরু করেছি।


তিনি আরো বলেন, আমাদের স্বপ্ন এবং উদ্দেশ্য হচ্ছে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদলে একটি সুদ মুক্ত সমাজ গঠন করা, যেখানে পুঁজিবাদী অর্থনীতির ঋণ প্রকল্পের মত কোন সুদ থাকবে না। সাধারণ শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তায় যাতে কোন এনজিও'র সাহায্য না নিতে হয়, আমরা সেই ব্যাবস্থা করবো বলে আশাবাদী