ইবিতে প্রতিবন্ধী দিবস পালিত
ছবিঃ বিপ্লবী বার্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের অবিভাবকসহ অংশগ্রহণ করেন। 



বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনের ১১৬ নং কক্ষে ১ম বারের মত দিবসটি পালন করেন শিক্ষার্থীরা। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এসএম সুইট, প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িমসহ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার আহনাফ।



এসময় প্রতিবন্ধী শিক্ষার্থীরা বক্তব্যকালে বলেন, সমাজের বোঝা নয়, আমরা একটি সম্পদ হয়ে বাঁচতে চাই। দেশে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশে প্রতিবন্ধী কোটা বাস্তবায়িত হলে আগামীতে কোটা প্রার্থী থাকবে না। সুযোগ না পেয়ে আমরা পিছিয়ে থাকি, যোগ্যতার অভাবে নয়। প্রতিবন্ধী কোটাকে কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় প্রতিবন্ধী কোটার সিটগুলো পূরণ করা হোক এবং লিখিত পরীক্ষায় আমাদের জন্য পাস মার্ক কমানো হোক হোক। পরে প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসিক হলে আসন নিশ্চিত করা, পরীক্ষার সময় বৃদ্ধি, ফি মওকুফ বা ভাতা প্রদানসহ প্রয়োজনীয় সুবিধা পূরণের আশ্বাস দেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম। 



তিনি বলেন, আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীরা ১৫ দফা স্মারকলিপি দিয়েছিল। পরে উপাচার্য একটি কমিটি গঠন করলে আমরা ৪টি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেছি। গত অক্টোবরে ১৪টি সুপারিশ করে আমরা রিপোর্ট জমা দিয়েছি। এরমধ্যে প্রতিবন্ধীদের আবাসিক হলে আসন নিশ্চিত, পরীক্ষার সময় বৃদ্ধি, ফি-মওকুফসহ প্রয়োজনীয় সুবিধা উল্লেখ রয়েছে। উপাচার্য বিষয়গুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।