রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন পরিবর্তন না এলেও তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতাল, লন্ডন ক্লিনিক এবং চীনের চিকিৎসকদের নিয়ে গঠিত সমন্বিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।
তার চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, 'গতকাল পর্যন্ত খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি কয়েকবার চোখ মেলে সাড়া দিয়েছেন। শারীরিক অবস্থার নতুন কোনো অবনতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।'
এদিকে চীনের বিশেষজ্ঞ দলের পর গতকাল খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে যোগ দেন। সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান।
চীনের চার বিশেষজ্ঞ চিকিৎসক, চি জিয়ানফান, ইয়ান ঝি, ঝং ইউহি ও ম্যান হং ও, রাত ১০টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন।
মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, 'খালেদা জিয়ার স্বাস্থ্যগত কিছু প্যারামিটার ওঠানামা করলেও তিনি ডাক শুনে সাড়া দেওয়ার চেষ্টা করছেন। প্রতিদিন রাতে দেশি–বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাজ্যের দল যোগ দেওয়ার পর নতুন করে কয়েকটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে চিকিৎসায় পরিবর্তন আসতে পারে।'

