
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, নেতানিয়াহুর মতো একজন 'মহান নায়ককে' ক্ষমা করে দেওয়া উচিত।
বুধবার ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে, ঠিক সেভাবেই নেতানিয়াহুকেও রক্ষা করবে।’ তিনি নেতানিয়াহুকে একজন "যোদ্ধা" হিসেবে প্রশংসা করেন এবং উল্লেখ করেন, নেতানিয়াহু ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন।
ট্রাম্পের এ মন্তব্য ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের প্রতি মার্কিন সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে নেতানিয়াহুর চলমান আইনি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা দেবে কি না, সে বিষয়ে কোনো সুস্পষ্ট বার্তা দেননি তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও আস্থাভঙ্গের অভিযোগ আনা হয়, যা তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা তিনটি ফৌজদারি মামলার বিচার শুরু হয় ২০২০ সালে এবং এখনো চলমান।
ট্রাম্প পোস্টে আরও লেখেন, ‘নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল হওয়া উচিত অথবা তাঁকে ক্ষমা করে দেওয়া উচিত।’ তিনি আরও জানান, আগামী সোমবার নেতানিয়াহুর আদালতে হাজিরা রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলতি মাসের ৩ জুন তেল আবিবের একটি আদালতে নেতানিয়াহুর জেরা শুরু হয়েছে, যা শেষ হতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
যদিও ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজোগ সংবিধান অনুযায়ী নেতানিয়াহুকে ক্ষমা করার ক্ষমতা রাখেন, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই মুহূর্তে ক্ষমার বিষয়টি বিবেচনায় নেই এবং কারও পক্ষ থেকেও এমন অনুরোধ আসেনি।