গাজীপুরের কালিয়াকৈরে ৩ টি কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ড
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় দিঘীরপাড়ে হঠাৎ করেই তিনটি কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে।


আজ ১লা ডিসেম্বর (সোমবার) আনুমানিক সকাল সাড়ে আটটার  দিকে দিঘিরপাড়ে ৭৫ টি রুমে ও তিনটি দোকানে অগ্নিকাণ্ডের  সূত্রপাত ঘটে।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে হঠাৎ শাহাবুদ্দিনের টিনশেড কলোনীতে একটি রুমে আগুন লাগে। আগুন লাগার খবর শোনার সাথে সাথে এলাকার লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কল করলে কালিয়াকৈর উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা আগুন নেভানোর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন।


কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরি বলেন, 'কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘীর পাড়ে ৭৫ টি রুম ও ৩ টি দোকান পুড়ে গেছে। কেউ রুম থেকে জিনিসপত্র বাহির করতে পারে নাই। অগ্নিকাণ্ডের খবর শোনার পরপরই ঘটনা স্থলে গিয়ে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।'